“আমি…অন্তমিলে বিশ্বাসী। খাবারদাবার, কথাবার্তা এবং বন্ধু পাতানোর ক্ষেত্রে কোয়ালিটির চেয়েও কোয়ানটিটিতেই জোর ভরসা। এপথে আমি শোলে’র বাসন্তীর আদর্শ উত্তরনারী, যে প্যায়ারি নেহি, বহোত সারি বোলতি হ্যায়। আপাতত এই নানাবিধ স্রোতে বেজায় ভাঁটা পড়েছে কারণ বছর আড়াইয়ের কন্যারত্নটি সারাক্ষণ আমার পচা মাছের পেটির মত লুজ ইমোশনে ভ্যাদভ্যাদে মন জুড়ে থাকে।” – সারা
১
এসকেপ সুধা হৃদনামচায়
মিশছে রক্তে বীজ ছলনায়
অন্ধ পাখির প্রলয়বিলাস
নষ্ট বাসা নির্মেদ ফাঁস
বুকের ডগায় থমকে থাকে
কয়েকটা গান রক্ত মাখে
ফুল রাঙানি সকাল ফোটে
কণ্টকিত প্রেমিক ঠোঁটে।
.
২
আংশিক রাত
আংশিক ঘর
আরাম-পাঁচিল আর
অংশ মাখা
হৃদয় পাখা
সাগর ডুব-পাহাড়।
আর ফিরোনা
এ পথ যখন
গড়ানো, অসাবধান
এখান সেখান পাখনা মুড়ে
বাঁচছি ব্যবধান।
এবার পূর্ণ পারদ-শিথিল
মরীচিকার মুখ
মিশ্র ভূগোল প্রাপ্তি আসল
স্বৈরাচারীর সুখ।
1 thought on “সারা বসুর কবিতা”