দীনবন্ধু ভট্টাচার্য

একজন মাঝারি মাপের মানুষ ।

বিলিতি বাজনার চেয়ে দিশী ঢাকের বাদ্য অনেক মিষ্টি –
এই কথাটুকু বলে ফেলে রণবাদ্যের শিকার হয়েছি সেবার।
শুনলাম আবার পুজো আসছে।
ভাইসব একটু কম শব্দ কোরো, আমি নিদারুণ আতঙ্কে আছি।
আমার সব চাঁদা সব অঞ্জলি নৈঃশব্দের উদ্দেশে দেওয়া।
একটু ভেবো।

***

আসমুদ্র অনিশ্চয়তায় ভুগে গতকাল উঠলাম।
রাতে চাঁদ উঠল।
রাতের কুকুর পাহারাদারের বাঁশি শুনে ভেংচি কাটল।

তখনো আমার সব কথা শোনা হয়নি।

***

রোববার নিশিরাতে ঘুম ভাঙলে বাঁকা চাঁদ দেখে সময় নষ্ট কোরোনা,
সোমবার অফিস আছে।

আজ করতে পারো।

***

কেউ কেউ ভেবে বসে তুমি অন্যের মন পড়তে পারো।
তারা বোকা।
আমি বুদ্ধিমান।
আমি কখনো ভাবিনা তুমি আমার মন পড়তে পারো।

তাই আমি এতটা নিশ্চিন্তে রয়েছি।

***

লোকে বলে তুমি মায়োপিক, নিজের নাকের ডগার দূরে দেখতে পাওনা।

আমি চেষ্টা করছি আরও স্বল্পদৃষ্টি হতে – যদি নিজের অন্তর্দেশে একটু পৌঁছতে পারি!

1 thought on “আননপুস্তকের কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.