নন্দিনী ধর

কলকাতায় জন্ম, বেড়ে ওঠা, বাচাল হতে, পথ চলতে শেখা। আপাতত চাকরিসূত্রে বিদেশবাসী।

ঠিকানাহীন বাড়ি কাঁচদেয়াল বেলোয়াড়ি / ভিতরঘরে গিন্নি ঝিমধরধর ধরি / সবার সাথে আড়ি আড়ি আড়ি / বেড়াল প্যাঁচা চিনেমাটি /মাদুরবিছানা শীতপাটি ঘরের কোণে ধুলো / জীভ নিংড়ে চ্যাট চ্যাট চট চাটি ঠিকানাহীন বাড়ি স্বপ্ন দেয়াল বেলোয়াড়ি /বাসনকোসন কাঁড়ি কাঁড়ি / গিন্নি ঘেঁটেঘুঁটে চচ্চড়ি / বাগান বেড়াল লাল বোগেনভুল / দেয়াল জানালা শিকে ঝুল / দানি ভরা বনফুল /  হাতের দাগে ভুল টুল টুল তুল ঘরের ভিতর ঘরবাড়ি / শীর্ণ স্বপ্ন ঘর্ঘর খড়খড়ি / দেয়ালজোড়া দাদুঘড়ি / গিন্নি খেলেন নিজের সাথে আড়াল আড়াল আড়ি / দানি ভরা শুকনো বনফুল / কাজের মাসির গলায় বেজায় হুল / চিরুনিবিহীন এলোথেলো চুল / গিটার কাঁখে আঁতেল ফেল টুল / ঠিকানাহীন বাড়ি /  নীলদেয়াল বেলোয়াড়ি / কেডায় করে পোঁছা ঝাড়াঝাড়ি / কাজের মাসি নখের নিচে কালি কারি কারি / তথ্য ওসব গীতিকারের বয়ে গেল ভারী / ঠিকানাহীন বাড়ি মায়াজাল জাল সুড়সুড়ি সুতোয় নড়ে গিন্নি প্যাঁচা মার্জারি/ সুরকি মেশায় তার নাম মিস্তিরি / মেঘ স্বপ্ন কাঁচ বেলোয়াড়ি ধ্যাত্তেরি ধ্যাত্তেরি /

বাগানের আছে মালি, মালির আছে কাঁচি / কাঁচি দিয়ে কুচকুচ বনপাতা ছাঁচি / ছাঁচি ছাঁটি না চাটি শেষে তো সেই অবধারিত ছোটি / ছোটি ছোট না ছোড়দিদিটি / তার আছে টব নাকি বাটি / লাল নীল সবুজ চিনেমাটি / টবের আছে গাছ / গাছের আছে চারা / চারা না চর না চরাচর চচ্চড়ি / বট অশ্বথ সেগুনমঞ্জরী  / বনসাই সারি সারি সারি / টবের কাছে আসে হৃতলহরী হতে চেয়ে কচিতাজা ছুঁড়ি / ছুঁড়ি ছুরি ছোটি না ছোট / মালির থাবায় জঙ্গল হয় জড়ো পাতাকুটো / থাবা না সেসব ভাস্কর্য ভাস্কর্য না ভা ভা ভালবাসা / ভালবাসা মানে তো ছেঁটে ছেঁটে ছোট / ছোট মানে চিনেমাটির টবে কাঁচি / বাঁচি / টব না বাটি / লাল নীল সবুজ চিনেমাটি / চিনেমাটিতে মুখ লুকিয়ে ঘরবাড়ি আঁকি / টব মানে সে তো একধরনের ঘর, নাকি? / বাগান মানে যেমন জঙ্গল, মেকি / নেকি / জঙ্গল যেথায় ভাস্কর্য মত / ক্ষতবিক্ষত / ছোট্ট, গার্হস্থ্য / প্রতিশোধ, প্রতিরোধ উভয়তঃ / মালি বা ছোড়দিদির মেজাজ মর্জিমত / এসবই হলো ঠিকানাহীন বাড়ি / নীলদেয়াল বেলোয়াড়ি / টুংটাং আঁতলেমি থুড়ি গিটাররোগা স্বপ্ন সুড়সুড়ি / সিলিং পাখা ঘর্ঘ‌র ঘর্ঘরী বিষাদবিলাসিনী গিন্নিগলায় নারকেল দড়ি ধ্যাত্তেরি ধ্যাত্তেরি /

3 thoughts on “ধ্যাত্তেরি

  1. Aakashe chhorano megher kachhakachhi dekha jaye tomader bari. Barir proti adomyo taan karon shei barite amaar rajputro thake. Rajputro shei barir roaake boshe transistor-e cricket-er commentary shone. Kintu shei rajputroke uddhar korte parlam na. Barir kachhe baro baro ghasher jongole, andhokar ratre sodium gas-er aloye murder hoye gelam. Keu nei, kichhu nei, sodium-er alo o shurjyo ekhon dui-i nibhe gachhe.

  2. এই তো আবার কি ?
    পিছল পথেই যদি চলো,
    চটুল কথাই যদি বলো,
    হাস্নুহানার মতো সুখের ছোঁয়ায় এসো
    আকাশে দুহাত তুলে দি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.