সংহিতা শেখাতে ও শিখতে ভালবাসেন। সঙ্গীত তাঁর মুক্তি, ছন্দ ও ছবি তাঁর অবসরের সঙ্গী।

রেবেল

মুক্ত কণ্ঠ, মুক্ত বারুদ
চোখের কোণে হলকা লাগুক,
কালস্রোতে ভাসবে ভাসুক
হাজার যন্ত্রণা –
আমার গভীর আপোষবিহীন
রুদ্ধচিত্ত, রক্তে বিলীন,
শিকড় গেড়ে বসছে কেটে
গহন যন্ত্রণা –
বক্ষে আঘাত, শিরে সংঘাত,
বাসর জাগা আশে পদাঘাত,
দিনবদলের ভীরু প্রতিঘাতে
ক্রুদ্ধ কল্পনা।

1 thought on “সংহিতা সান্যালের কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.