অরিন্দম শ্রীমানি

”সিরিয়াল, সিনেমায় সহযোগীর কাজ করে খাই, কাজ থাকেনা, কষ্ট থাকে, আবার কখনো ইচ্ছে থাকেনা, পয়সা না থাকলেও চুপ করে ঘরে বসে থাকি, ভাল সিনেমার স্বপ্ন দেখি।
ছোটবেলায়, জীবনের লক্ষ্য ‘এসে’ লিখতে গিয়ে লিখেছিলাম, ‘my first and last love cinema’। আমি সিনেমা বানানোর সুযোগ খুঁজি, সিনেমা পড়ি, খাই, সিনেমার সাথে শুই।
প্রমোদদা অলটারনেটিভ মিডিয়া ইনিশিয়েটিভের উদ্যোগে ভিডিও ম্যাগাজিনটা আবার বার করবে, আমার উপর নির্দেশ আমাকেও একটা কাজ করতে হবে, যা কিছু দরকার পেয়ে যাব। অসীম এগিয়ে এল, ওর চিরকালীন সাহায্যের হাত নিয়ে, আমি কাজ শুরু করার কথা ভাবলাম।
আমার বাড়ির পাশেই, সকালে অসংগঠিত শ্রমিকদের দু-দফা জটলা হয়, ছোটবেলা থেকেই দেখি, ভোর হতে না হতেই তারা আসত, তারপর যার যেমন ইচ্ছে, তাদের কেউ কিনে নিত, একদিনের জন্য, ঠিকে কাজ, বাড়ি তৈরির কাজ – এইসব। কিন্তু বেলা হতে দেখতাম কিছু মানুষ অবিক্রিত হয়েই রয়ে যায়, কাজ জোটেনা, বা আজ জুটেছে, কাল কি হবে জানেনা, কালের ঘরে শনি।
আমি কাজ শুরু করলাম, প্রমোদদার সঙ্গে কথা বলে ঠিক করলাম, একটু অন্যভাবে বাঁধব, প্রমোদদাও উৎসাহ দিল।
বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে কাজটা শেষ হল।” – অরিন্দম

A Bengali short film with English subtitles:

 

0 thoughts on “কু ঝিক ঝিক (Ku Jhik Jhik)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *