শুরু
আয়নানগর পত্রিকার কাজ শুরু হয় অনলাইন, নভেম্বর ২০১৩-য়, প্রথম ছাপা সংখ্যা বার করা হয় ২০১৫-য়, কলকাতা বইমেলায়। এটি একটি দ্বিভাষী (বাংলা, ইংরিজি) ও দ্বিমাধ্যম (অনলাইন, ছাপা) ছোট পত্রিকা।
২০২১-এর এপ্রিলে আমরা আয়নানগরের বাংলা ও ইংরিজি লেখাগুলিকে আলাদা করে দুটি আলাদা সাইট করব বলে ঠিক করি, কারণ আমাদের মনে হয়, এ দুটি ভাষায় লেখার ইতিহাস, রাজনীতি, পাঠকগোষ্ঠী এতটাই আলাদা যে এদের একসাথে রেখে কাজ করার বেশ কিছু সমস্যা থেকে যায়। তাই এখন আয়নানগরের দুটি পোর্টাল – বাংলা ও ইংরিজি।
পথ চলা
আর পাঁচটা ছোটপত্রিকা বা স্বতন্ত্র প্রকাশনারও যেমন, আয়নানগরের চলার পথেও নানান বাধা এসেছে। বিশেষ করে, আমাদের নিজস্ব ধরনে প্রতিষ্ঠানবিরোধিতা, বাজারবিরোধিতা জারি রাখতে গিয়ে আমরা বারবার ঠোক্কর খেয়েছি। ২০১৩য় আমরা দুটি ভিন্ন মহাদেশ থেকে আয়নানগরের কাজ শুরু করি; পরে ভৌগলিক নৈকট্য বাড়লেও, এখনো আয়নানগরের কর্মীরা দেশের তিন-চারটি শহরে ছড়িয়ে আছে। তাছাড়া বারবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এই প্রশ্ন, যে আয়নানগর কেন? কেন আবার আরেকটি সাহিত্যপত্রিকা? যখন অনেকেই বলেন, আজকাল আর কেউ কিছু পড়ে না? তা সত্ত্বেও আমরা কাজ চালিয়ে গেছি এবং যাব, কারণ কথকতার ক্ষমতায় আমরা মাটি কামড়ে বিশ্বাস করি। কথকতা লেখককে ও পাঠককে তিনটি অস্ত্রের যোগান দেয় – ভাবতে, নিজের শুশ্রূষা করতে ও ক্ষমতার বিরুদ্ধে আওয়াজ ওঠাতে।
আমরা চাই
আমরা বাইরের এবং আমাদের ভিতরের রাজনৈতিক পরস্পরবিরোধিতায় ভয় পায় না – এমন লেখা প্রকাশ করতে চাই। দ্বন্দ্ব, বিরোধ, রাজনীতির সাথে যোগাযোগ গড়ে তোলে, এমন লেখা চাই। রাজনীতি শব্দটি জটিল, তার নানারকম মানে। আমাদের যারা লেখা পাঠাবেন, তাঁরা নিজের মতো করে শব্দটির মানে করে নেবেন, এটাই আমাদের কাম্য। আবার আমরা এও মানি না যে, রাজনৈতিক কাজ মানে লেখার শৈলীকে ঘিরে শ্রম অদরকারি। কারণ সেই শ্রমেরও রয়েছে নিজস্ব রাজনীতি, যা আমরা আয়নানগরের পাতায় দেখতে চাই। ব্যক্তিগত পরিসর ও রাজনীতিক পরিসর আলাদা, তাও আমাদের বিশ্বাস নয়।
লেখা পাঠানো
আমরা কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার ও অনুবাদ ছাপতে আগ্রহী। সমস্ত লেখা nandinidhar2112@gmail.com ও aainanagar@gmail.com-এ ইমেল করতে হবে। যদি আপনার লেখা এই বিভাগগুলির বাইরে হয়, তাহলে আমাদের সাথে ইমেলে যোগাযোগ করলে আমরা সেই নিয়ে আলোচনা করতে উৎসুক থাকব। আমরা অনলাইন পোর্টালে ছবি ও ছোট ভিডিও (কাহিনীচিত্র বা তথ্যচিত্র) প্রকাশ করতেও আগ্রহী। সাধারণত লেখা পাঠাবার দু’মাসের মধ্যে আমরা আপনার সাথে যোগাযোগ করব। যদি তা না হয়ে ওঠে, আমাদের ইমেল করতে দ্বিধা করবেন না।
আমাদের পত্রিকা থেকে আমাদের কোনো আর্থিক লাভ হয় না। এটি আমাদের ও আমাদের বন্ধু ও সাথীদের আর্থিক ও অন্য নানা ধরনের সাহায্যেই চলে। ফলে আমরা লেখা ছাপার জন্য কোনো টাকা দিই না। কিন্তু কোনো লেখা যদি আমাদের ছাপা সংখ্যায় বেরোয়, তাহলে অবশ্যই সেই সংখ্যার একটি কপি বিনামূল্যে লেখককে দেওয়া বা পাঠানো হয়।
লেখা পাঠানো বিষয়ে আরো জানার জন্য আমাদের লেখা পাঠানোর নিয়মগুলি পড়ে নিন।
আয়নানগর টীম
প্রকাশক: প্রমোদ গুপ্তা, ২, দেশবন্ধু রোড (পঃ), কলকাতা ৭০০০৩৫
সম্পাদক: নন্দিনী, প্রমোদ
যোগাযোগ: aainanagar@gmail.com; +919830411525, +918930105444
লেটারিং: শাশ্বত দাশগুপ্ত, রাধা সুন্দর
লোগো: রাধা সুন্দর