আমরা এই ছোট্ট প্রতিবেদনটি লিখেছিলাম কোভিড-১৯ ভাইরাসজনিত “লকডাউন”-এর মধ্যে দাঁড়িয়ে।  কিন্তু, সেই গৃহবন্দী অবস্থার ভিতরেও কি সংঘাত কম? একদিকে ঘরে বসে ‘বোর’ হওয়া, অন্যদিকে অভাবে-দুশ্চিন্তায় কাতর হওয়া, নিতান্তই জীবনের প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পুলিশি অত্যাচারের শিকার হওয়া। বাড়ি থাকা মানে কাছে থাকা, কিন্তু অনেক ঐক্যও যে আবার টিকে থাকে মানুষের বাইরে যেতে পারার, দূরে যেতে পারার ভিতর দিয়ে। আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে বাঁচি বটে, ভার্চুয়াল ঐক্য-সংঘাতের উপর ভিত্তি করে। তবু এখনো যে পুরোপুরি কল্পবিজ্ঞানে ঢুকে যেতে পারিনি।

সংঘাতের নিয়মই বোধহয় মানুষকে ছারখার করে দেওয়া, মানুষের মধ্যে তৈরি হয় শিবির, আবার তৈরি হয় নতুন ঐক্য। সে ঐক্যের মধ্যেও চলে নিরন্তর সংঘাত – মতাদর্শগত, পরিচিতিগত, আরও কত কি। মানুষের বেঁচে থাকার ইতিহাস তো আসলে নিরন্তর খিটিমিটির ইতিহাস। আবার তা মিটিয়ে নিয়ে একসাথে বাঁচা, নতুন পৃথিবীর স্বপ্নের ইতিহাসও। সেই সংঘাত, পাল্টা সংঘাত, ঐক্য, নির্মাণের ভিতরে থাকে গল্প। সেই গল্পগুলিকে আমরা ধরতে চেয়েছি এই গল্পসংখ্যায়, সেই সব বাস্তবতাকে, যা কোনোভাবেই ধরা সম্ভব নয় রাজনৈতিক প্রবন্ধে, লিফলেটে, ধরতে চেয়েছি সমসাময়িকতা ও ঐতিহাসিকতা, বিরুদ্ধতা ও প্রতিরোধ, আপাত ঐক্য এবং সাময়িক, প্রয়োজনভিত্তিক ঐক্যের রাজনীতি ও সমাজনীতি, ধরতে চেয়েছি দৈনন্দিন সংঘাতের গল্প, যা হারিয়ে যায় রাজনৈতিক ক্ষেত্র থেকে এবং অপ্রচলিত, অপ্রত্যাশিত, অবিশ্বাস্য ঐক্যের বিচিত্র গল্পও।

সম্পাদনা : নীতা, সুস্মিতা, নন্দিনী, মধুশ্রী


সূচিপত্র

 মহাগ্রন্থনার্গিস পারভিন

তোলজিনিয়া ব্যানার্জ্জী অধিকারী

শাইন ইন্ডিয়া, শাইনঊর্মিমালা ব্যানার্জি

বিপ্লবের ভয়শুভদীপ্ত বিশ্বাস

রূপকথা থেকে রূহকথা, হিজ-স্টোরি থেকে হার-স্টোরির গপ্পোলাবনী জঙ্গি

এপিফ্যানিসম্রাট লস্কর

জ্ঞাতব্যনন্দিনী ধর

যার খেলা সে জানেনীতা মণ্ডল

তরমুজমধুশ্রী বসু

ঘরে ফেরার গানসুস্মিতা সরকার (অনুবাদ গল্প: হোম – ল্যাংস্টন হিউজ)

এই সংখ্যার পিডিএফ এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।

2 thoughts on “আয়নানগর অনলাইন গল্পসংখ্যা : ‘সংঘাত ঐক্য সংঘাত’

  1. ‘মহাগ্রন্থ’পড়ে অসাধারণ লাগলো..সূচনাটা দারুণ-এক‍্যবদ্ধতার ইঙ্গিত,তারসূত্র ধরেই সমস‍্যার গভীরে প্রবেশ,জনমতগঠন ও উত্তরণ…সবমিলিয়ে বর্তমান সময়ের নিরিখে অতিপ্রাসঙ্গিক এক নিটোল লেখনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.